আল্লাহ তায়ালা কারো চেহারা অসুন্দর করে সৃষ্টি করে নাই। আজকে আমরা এমন কিছু আমলঃ কথা জানবো। যা আমাদের চেহারা সুন্দর হয়ে যাবে ইনশাহআল্লাহ, সুন্দর বলতে উজ্জল বা পরিষ্কার হয়ে যাবে।
আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছে শ্রেষ্ঠতম-সুন্দর আকৃতিতে। এ কথা আল্লাহ পবিত্র কুরআনেই বলেছেন। তবে সৌন্দর্যে কিছু তারতম্য রেখেছেন।
★★★
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখার দু’আ শিখিয়েছেন এভাবে
اللَّهُمَّ كَمَا حَسَّنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقِي
.
অর্থ, হে আল্লাহ আপনি যেভাবে আমার সৃষ্টিতগত গঠনাকৃতিকে সুন্দর করেছেন সেভাবে আমার চরিত্রকে সুন্দর করে দেন।
(ইতহাফুল খিয়ারাহ, হাদীস ৫২০০)
তবে আপনি চেহারাকে আরো সুন্দর করার জন্য প্রাকৃতিক বা চিকিৎসাগত উপায় গ্রহণ করতে পারেন। সাথে আল্লাহর নিকট দুআ করতে পারেন। নিজেকে সর্বদিক দিয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। চেহারা এমনিই সুন্দর হয়ে যাবে।
★★★
১. ফজরের নামায ছেড়ে দিলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
২. যোহরের নামায ছেড়ে দিলে আয় – রোজগারের বরকত কমে যায়।
৩. আসরের নামায ছেড়ে দিলে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়।
৪. মাগরিবের নামায ছেড়ে দিলে সন্তান বিপদগামী হয়ে যায়।
৫. এশার নামায ছেড়ে দিলে ঘুমের পরিতৃপ্ততা নষ্ট হয়ে যায়। ( সহীহ্ বুখারী শরীফ)
আপনি ফজরের নামায কাজা না করলেই চেহারা ঠিক থাকবে, ফজরের নামায পড়ুন আল্লাহ আপনার সৌন্দর্য বৃদ্ধি করে দিবেন।