হস্তমৈথুন করা হারাম ও মারাত্মক গুনাহের কাজ। এর দ্বারা শারীরিক ক্ষতি হয় যারা হস্তমৈথুন করলে কেয়ামতের দিবসে আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাদের আঙ্গুলগুলো গর্ববতী হবে এবং চরম অপমানিত ও লাঞ্ছিত হবে হাশর ময়দানে তারা উপস্থিত হবে। এ ধরনের পাপ কাজ থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরী যারা। যারা কাম-প্রবৃতি দমন করতে পারেনা তাদেরকে রোজা রাখার জন্য হাদিস নির্দেশনা দিয়েছে।
আল্লাহর তা আলা বলেনঃ
আর যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাযত করে। নিজেদের স্ত্রী বা মালিকানাভুক্ত দাসীগণ ছাড়া; এক্ষেত্রে (স্ত্রী ও দাসীর ক্ষেত্রে) অবশ্যই তারা নিন্দিত নয়। যারা এর বাইরে কিছু কামনা করবে তারাই সীমালঙ্ঘনকারী।[সূরা মুমিনুন, আয়াত: ৫-৬]
নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে হস্তমৈথুন করলে সমস্যা হয়।
পুরো শরীর দুর্বল হয়ে যায়.শারীরিক ব্যথা এবং মাথা ঘোরা, এবং শরীর রোগ- বালাইয়ের যাদুঘর হয়ে যায়।মাথা ব্যথা হয়।স্মরণ শক্তি কমে যায়।চোখের ক্ষতি হয়।আর উভয়েরই সামান্য উত্তেজনায় যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হয় ।যৌন ক্রিয়ার সাথে জড়িত স্নায়ুতন্ত্র দুর্বল হওয়া অথবা ঠিক মত কাজ না করার পরিস্থিতি সৃষ্টি হওয়া।শরীরের অন্যান্য অঙ্গ যেমন: হজম প্রক্রিয়া এবং প্রসাব প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করে। দ্রুত বীর্যস্থলনের প্রধান কারণঅতিরিক্ত হস্তমৈথুন। ফলে অনেকেই কানে কম শুনতে পারেন এবং চোঁখে ঘোলা দেখতে পারেন।