দেশে একটা ছেলে প্রতিষ্ঠিত হতে হতে বয়স ৩০ থেকে ৩৫ ও পার হয়ে যায়।
সিস্টেম গুলো এমন জটিল ভাবে তৈরী করা যে আসলে পড়াশোনা করে পরবর্তীতে ছাত্র ছাত্রীরা কিভাবে নিজের ইনকাম সোর্স বাহির করবে সেটাই শিখানো হয়না এই সিস্টেম এর ভিতরে।
যেখানে শিখানো দরকার ছিলো একটা সিভি কিভাবে তৈরী করতে হয়। একটা জব ইন্টারভিউতে গেলে কিভাবে কি করতে হয়। তারপর Academic পড়াশোনার পাশাপাশি হাতে কলমে অনেক বিষয় শিখিয়ে দিতে পারে যেটা পরবর্তীতে জব কিংবা নিজে উদ্যোগতা হতে চাইলে কাজে লাগতে পারে।
এই যে একটা ছেলে কিংবা মেয়ে Established হতে হতে এতো সময় লাগছে তারা বিয়ে করবে কবে?
সমাজিক অবস্থা এমন ভাবে তৈরী করা যে চাকরি না থাকলে বিয়েই হয়না, তাও অনেক ভালো চাকরি হইতে হবে কারণ পাত্র পাত্রী উভয় পক্ষই ছেলে মেয়ের আচরণ চলাচল কিংবা ভিতরের পরিস্থিতি দেখার চেয়ে তারা এইসব গুরুত্ব দেয় বেশী।
তখন দেখা যায় বিয়েই হয়না তখন এই ছাত্র ছাত্রী গুলোই বিপথগামী হয় এবং নানা ভাবে অপকর্মে লিপ্ত হয়ে যায়। পাশাপাশি দেখা যায় বন্ধু বান্ধবীদের মধ্যে যাদের পরিবার বিত্তশালী তারা চলছে অন্যরকম ভাবে তখন বন্ধু বান্ধবী চার্কেল এর মধ্যে একটা হিংসা প্রতিহিংসা এবং নানা ধরনের সমস্যা সৃষ্টি হওয়া শুরু করে।

বাস্তবতা হচ্ছে যে আমার উপরের কথা গুলো ১০০% সত্যি এবং এইগুলা আমি আমার আশেপাশে প্রতিদিন দেখছি। এই যে মানসিক ভাবে উন্নয়ন এবং পড়াশোনার নিয়মের উন্নয়ন এইসব নিয়ে Research and Development নিয়ে কাজ শুরু করা খুবই জরুরী।
তানা হলে দেখা যাবে পৃথিবীর মোটামুটি সকল রাষ্ট্র আমাদের থেকে অনেক অনেক দূরে চলে গেছে আর আমরা সেই Stone Age এ পড়ে আছি। যদিও এখনও পরিস্থিতি অনেকটা এমনই কারণ আমরা সব সময় মুখ খুলে বসে থাকি অন্য রাষ্ট্র কি টেকনোলজি আবিষ্কার করবে আর আমরা কখন সেটা আমদানি করবো।
নিজেরা আবিষ্কার কিভাবে করবো সেটা নিয়ে ভাবছি কম। চলছে শিল্প বিপ্লব এ নিজেদের অবস্থান সৃষ্টি করার মত অবকাঠামোই এখনো আমাদের পুরোপুরি ভাবে নেই।
তারপরও আমরা বিশ্বাস করি কখনো না কখনো তো পরিবর্তন আসবে!
$300-$500 Daily With Crypto – https://bit.ly/37Py4LO
Very good post. I absolutely appreciate this website. Stick with it!