হযরত রাসূলে পাক (সাল্লাল্লাহু আলাই সাল্লাম) মুমিন
জানের চেয়েও অধিক নিকটে।
পবিত্র কুরআনুল কারীমের অন্যতম আয়াত বলেন
اَلنَّبِیُّ اَوۡلٰی بِالۡمُؤۡمِنِیۡنَ مِنۡ اَنۡفُسِہِمۡ
নবী, বিশ্বাসীদের নিকট তাদের প্রাণ অপেক্ষাও অধিক প্রিয়। (সূরা আহযাব , আয়াত নং ৬)
এই আয়াতেاَوۡلٰی শব্দের চারটি অর্থ হয়। এর অন্য তম হল নিকটে। যেমন হাদিস শরিফে আছে
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” أَوْلَى النَّاسِ بِي يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرُهُمْ عَلَىَّ صَلاَةً ”
আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্ণিতঃ:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে যে আমার প্রতি বেশি পরিমাণে দরূদ পাঠ করেছে।
(
জামে’ আত-তিরমিজি, হাদিস নং ৪৮৪)
এ হাদিসে أَوْلَى শব্দের অর্থ নিকটে বোঝানো হয়েছে।
আল্লামা মোল্লা আলী কারী(রা) এ হাদিসের তাফসীর করেছেন
أَوْلَى النَّاسِ
اي: اقربهم
এই আয়াতের তাফসীর করতে গিয়ে দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল কাশেম নানুতুবী সাহেব বলেন
اولى بالمعنى اقرب
অর্থাৎ আউলা অর্থ নিকটে
সুতরাং পবিত্র কুরআনুল কারীম প্রমাণিত হলো যে
আল্লাহর নবী( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)মু মিনের জানের চেয়ে ও আরো নিকটে হাজির।