ইসলামে “হাজরে আসওয়াদ “-এর মর্যাদা ও গুরুত্ব।
পবিত্র কা’বা ঘর ( বাইতুল্লাহ্ শরীফ)-এর গায়ের সাথে লাগানো রয়েছে জান্নাত থেকে অবতীর্ণ “হাজরে আসওয়াদ”।হাজরে আসওয়াদ বেহেস্তের মর্যাদাপূর্ণ একটি পাথর। কাবা ঘরের দক্ষিণ-পূর্ব কোণে মাতাফের দেড় মিটার উঁচুতে অবস্থিত। দেয়ালের ভেতরে পোঁতা কালো থালার মতো গোল পাথর। একটি রূপার ফ্রেমে আটকানো। দৈর্ঘ্য প্রায় ৮ ইঞ্চি ও প্রস্থ ৭ ইঞ্চি। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাদিঃ) থেকে…