যাকাত ফরয হওয়ার হেকমত
ইসলাম মানবতার ধর্ম।আর মানবতার কল্যাণে ইসলামের প্রতিটি বিধান প্রবর্তনের এর ক্ষেত্রে বিশেষ হেকমত রয়েছে। অনুরূপভাবে ইসলামে যাকাতের বিধান অন্যতম হেকমত রয়েছে। আল্লাহ তা’য়ালা বলেন,وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَঅর্থ: আর ঈমানদার পুরুষ ও নারী একে অপরের অভিভাবক। তারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাকে।…